সর্বোপরি প্লাষ্টিক শিল্পের উন্নয়ন, প্রসার ও বিকাশের লক্ষ্যে এসএমই ফাউন্ডেশন বাংলাদেশ প্লাষ্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রপ্তানীকারক এসোসিয়েশন (বিপিজিএমইএ) এর অনুরোধের প্রেক্ষিতে “Project Proposal Development of Bangladesh Institute of Plastic Engineering Technology (BIPET)” বিষয়ক একটি ইনিস্টিটিউট স্থাপনের প্রোজেক্ট প্রোপোজাল তৈরির উদ্যোগ বিগত ২০১২-১৩ অর্থবছরে গ্রহণ করে। প্রায় ২২ লক্ষ টাকা ব্যয়ে উক্ত প্রোজেক্ট প্রোপোজালটি তৈরি করা হয়, যার ২০ লক্ষ টাকা ফাউন্ডেশন কর্তৃক প্রদান করা হয়। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কেমিকৌশল বিভাগের সহায়তায় এসএমই ফাউন্ডেশন প্রোপোজালটি তৈরি করে। উক্ত প্রোজেক্ট প্রোপোজালে বিপেট স্থাপনের সময়কাল,স্থান, প্রয়োজনীয় স্থান, বাৎসরিক ভাড়া, বাৎসরিক উপযোগ খরচ,মূলধন, বাৎসরিক আয়,ঘাটতি, লোকবল, বিপেট স্থাপনের সম্ভাব্য অর্থায়ন ও অন্যান্য বিষয়াদি সম্পর্কে উল্লেখ করা হয়। ইতোমধ্যে বর্তমান অর্থ বছওে ২০১৪-১৫ এর বাজেটে ১০ কোটি টাকার একটি বাজেট সরকার বরাদ্দ করেছে। বিপেট তৈরির প্রথম পর্যায়ে প্রায় ২২ কেটি টাকা প্রয়োজন।